আর্কাইভ থেকে বাংলাদেশ

সদরঘাটে লঞ্চ থেকে নেমেই আটক ১২ জন

রাজধানীর সদরঘাটে লঞ্চ থেকে নেমেই পুলিশের হাতে সন্দেহভাজন ১২ জন আটক হয়েছেন।

পুলিশ বলছে, নাম-ঠিকানা ঠিক মত বলতে পারছিল না তারা। তাদের আচরণও সন্দেহজনক মনে হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ঢাকায় দুই বড় দলের সমাবেশ কর্মসূচির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিল। তাই তাদের আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে তাদের আটক করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেননি।

আউয়াল নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভোরে দেশের দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ সদরঘাটে ভিড়ে। যাত্রীর চাপ তেমন ছিল না। যাত্রীরা কোতয়ালী থানার সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় অনেককে আটক করে নিয়ে যায় পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, তাদের আচরণ সন্দেহজনক ছিল। মনে হয়েছে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এসেছে। এ কারণে তাদের আটক করে থানায় নেয়া হয়েছে।

এদিকে আজ সকাল থেকে বুড়িগঙ্গা নদী দিয়ে নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার চলাচল অনেক কম দেখা গেছে। কেরানীগঞ্জ থেকে শহরে আসার পথেও বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

কেরানীগঞ্জ খাঘাইল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম রতন বলেছেন, তিনি রাজধানীর পুরান ঢাকার একটি হাসপাতালে যাবেন চিকিৎসকের কাছে। নিজে অসুস্থ না হলেও তার স্ত্রীর জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিতেই যেতে চেয়েছিলেন।

কিন্তু জিঞ্জিরা বাজারের খেয়াঘাটে কয়েকজন যুবক তাদের পারাপার হতে নিষেধ করেন। তবে ওই যুবকদের তিনি চেনেন না বলে জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন