সমাবেশ-বিক্ষোভ করেছে ১২ দলীয় জোট
সরকার পতনের এক দফা দাবিতে ‘মহাসমাবেশ’ কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতারা।
তারা বলেন, এ সরকার অবৈধ সরকার। এরা গণতন্ত্র লুণ্ঠনকারী হিসেবে সারা বিশ্বে পরিচিত। গত ১৫ বছরে দেশকে একশ বছর পিছিয়ে দিয়েছে তারা। তাই দেশকে বাঁচাতে হলে সবাইকে এ আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।
অন্যায়-অত্যাচারের শেষ সীমানায় পৌঁছে গেছে আওয়ামী লীগ সরকার বলে উল্লেখ করে ১২ দলীয় জোটের নেতারা বলেন, আজ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর কোনো প্রতিবাদ নয়, অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার ২৯ জুলাই ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।