আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপ নিশ্চিত করলো পাপুয়া নিউগিনি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল পাপুয়া নিউগিনি। ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করলো দেশটি। এর আগে বিশ্বকাপ নিশ্চিত করছিল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

পোর্ট মোরেসবিতে আগে ব্যাট করতে নেমে ১১৮ রানের উদ্বোধনী জুটির পর পাপুয়া নিউগিনি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের খরচায় ফিলিপাইনের সামনে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করায়।

জবাবে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফিলিপাইনকে ৭ উইকেটে ১২৯ রানে থামিয়ে দেয় নিউগিনি। আর ১০০ রানের বড় জয়ের সুবাদে বিশ্বকাপে জায়গা করে নেয় পাপুয়া নিউগিনি।

২০২৪ বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেবে ২০টি দল।

প্রথম রাউন্ডের জন্য দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। এখান থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে।

সুপার এইটের আট দল দুটি গ্রুপ ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন