আর্কাইভ থেকে ক্রিকেট

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্টইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণটির সর্বশেষ দুটি আসর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার অনেকটা এগিয়ে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার পর্দা নামবে ৩০ জুন।

 

The dates are out for the 2024 Men's T20 World Cup 🏆

Full story: https://t.co/uhY6cPJtqC pic.twitter.com/KlYC215wtk

— ESPNcricinfo (@ESPNcricinfo) July 28, 2023

এবার বিশ্বকাপে একদম নতুন কিছু ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ গড়ানোর সম্ভাবনা রয়েছে। আর অনুমিতভাবেই সেই ভেন্যুগুলো যুক্তরাষ্ট্রের। ফ্লোরিডা ছাড়াও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সংক্ষিপ্ত তালিকায় আছে মরিসভিলা,ডালাস ও নিউইয়র্ক।

এই আসরে মোট ২০টি দল খেলবে। এর মধ্যে পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। আর প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার-৮ এ জায়গা করে নেবে। শেষ আটে দুই গ্রুপে চারটি করে দল খেলবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে দুটি করে শেষ চারে উঠবে, এরপর ফাইনাল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন