আর্কাইভ থেকে ফুটবল

মৌসুমের প্রথম এল ক্লাসিকো, দেখবেন যেভাবে

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্টদের লড়াই বসবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিখ্যাত এটি এন্ড টি স্টেডিয়ামে।

শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সনি স্পোর্টস টেন ২’তে সরাসরি সম্প্রচার করবে দুই জায়ান্টের লড়াই

যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফর পরাজয় দিয়ে শুরু করেছে বার্সেলোনার। লস অ্যাঞ্জেলসে আর্সেনালের বিপক্ষে ৫-৩ গোলে হেরে এসেছে কাতালান ক্লাবটি।

এদিকে মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা ঠিকঠাকই হয়েছে। এসি মিলানের পর হারিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডকেও ।

সবশেষ ৫ ক্লাসিকোয় ৩টাতে জিতেছে জাভি হারন্দাজের দল।  বাকি দুটি জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সার কাছে হারলেও কোপা দেলরের সেমিফাইনালে ফিরতে লেগে সে শোধ নিয়েছিলো লস ব্লাঙ্কোসরা। সে ম্যাচে ৪-০ গোলে কাতালানদের উড়িয়ে দিয়েছিল আনচেলত্তি শীষ্যরা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন