দলের জয়ের দিন দুর্বল স্ট্রাইক রেট লিটনের
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে ঝড় তুলতে পারছেন না লিটন দাস। গতকাল শুক্রবার আসরে নিজেদের সবশেষ ম্যাচে ৮৩ স্ট্রাইক রেটে ৩০ বলে ২৫ রান করে আউট হয়েছেন এই টাইগার ব্যাটার।
তবে তার ধীর গতির ইনিংসের কারণে অবশ্য দল হারেনি। মিসিসাউগা প্যান্থারসের বিপক্ষে ৫৫ রানে জিতেছে লিটনের সারে জাগুয়ার্সে। এই নিয়ে আসরে টানা দুই ম্যাচে জিতে ৪ ম্যাচে দুই জয় ও এক হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে লিটনের দল।
ব্র্যাম্পটনে টস জিতে সারে জাগুয়ার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মিসিসাগা প্যান্থার্স। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে লিটনদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মিসিসাগা। শেষপর্যন্ত ১৭ ওভারে ১০৯ রানেই গুঁটিয়ে যায় তারা। ফলে ৫৫ রানের বিশাল জয় পায় লিটনের দল।