আর্কাইভ থেকে জাতীয়

সংঘর্ষের পর উত্তরায় যান চলাচল স্বাভাবিক

আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি এবং পুলিশের অবস্থানে থমথমে পরিবেশের মাঝে এখন শান্ত অবস্থা বিরাজ করছে উত্তরা এলাকায়। একইসঙ্গে এ এলাকার উভয় পথের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

বেলা সাড়ে ১১টায় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারে সামনে জড়ো হন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরও কিছু সময় তারা রাস্তায় বিক্ষোভ করেন। দুপুর ১২টা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা সেখানে অবস্থান করেন। এরই মধ্যে ঘটনাস্থলে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন।

বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেন। এভাবে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলে বেশ কিছুক্ষণ। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে এলাকা ছেড়ে চলে যান।

দুপুরে একটা ২০ মিনিটের পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আরও পরে পুলিশ সদস্যরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন। আওয়ামী লীগ নেতাকর্মীরাও সেখান থেকে সরে গেছেন।

সংঘর্ষের শুরুতেই বিএনপিকর্মী সন্দেহে মো. আসাদুজ্জামান ও ফারুক ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশ।

 

এসি/

এ সম্পর্কিত আরও পড়ুন