ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
"বন্ধুত্বই হোক আত্মার বন্ধন" এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) মাঠে দিনব্যাপী রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
উপজেলার সর্বস্তরের মানুষের জন্য রংপুরের ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিন ব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, ডা: মোস্তফা জামান বনি, এসএসসি ৯৭ ব্যাচের রংপুর ডিভিশনের পক্ষ থেকে মাসুদ রানা, আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার(লাকু), ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর- রশিদ, শিক্ষক আসাদুজ্জামান খলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
উদ্ধোধণ শেষে ফুলবাড়ী উপজেলার এসএসসি ৯৭ ব্যাচের অসুস্থ বন্ধু ওবায়দুর রহমানকে রংপুর ডিভিশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।