রেনু-পোনা পেল ৬৫জন মৎস চাষী
কুড়িগ্রামে মৎস সপ্তাহ উপলক্ষে ৬৫জন মৎস চাষীকে রেনু ও পোনা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলা মৎস বিভাগের উদ্যোগে জেলা মৎস খামারে এসব রেনু-পোনা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস অফিসার কালিপদ রায়, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা ইশমত আরা প্রমুখ।
এ সময় ২০জনকে ২০ কেজি রেনু এবং ৪৫জনকে ১২০ কেজি পোনা হস্তান্তর করা হয়।