ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে ব্রাজিলের হার
চলমান ফিফা নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ফ্রান্স। খেলায় ফ্রান্স নারী দলের বিপক্ষে ২-১ গোলে পরাজয় বরণ করেছে ব্রাজিলের মেয়েরা।
শনিবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হয় ম্যাচটি।
খেলায় শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স নারী দল। ১৭ মিনিটের মাথায় লে সোমার গোলে লিড পায় ফ্রান্স। প্রথমার্ধে আর জালের দেখা খুঁজে পায়নি কোন দল।
পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। ডি অলিভিয়েরার গোলে সমতায় ফেরা সেলেসাওরা তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৮৩ মিনিটে ওয়েন্ডি রেনার্ডের গোলে আবার এগিয়ে যায় ফ্রান্স।