নেইমার সঙ্গী হিসেবে ৬ ফুটবলারকে চান পিএসজি কোচ
লিওনেল মেসির বিদায়ের পর কিলিয়ান এমবাপ্পেও এখন পিএসজি ছাড়ার পথে। মৌসুম শেষে ‘মেসি-নেইমার-এমবাপ্পে’র ত্রিফলা ভেঙে নতুন মৌসুমে প্যারিসের ক্লাবটির একমাত্র ভরসা নেইমার জুনিয়র।
মেসি-এমবাপ্পে চলে গেলেও ব্রাজিলিয়ান প্রিন্সের পিএসজিতে থেকে যাওয়ার কারণ পুরাতন কোচ লুইস এনরিকে। যার হাত ধরেই বার্সায় সাফল্য পেয়েছিলেন নেইমার। চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জিতেছিলেন ঐতিহাসি ট্রেবলও।
তাইতো পুরোনো রসায়ন নতুন করে আশাবাদী করছে পিএসজিকে। তবে এটুকুতেই থামতে চান না এনরিকে। নেইমারের সঙ্গী হিসেবে আরও ৫ থেকে ৬ জন ফুটবলারকে চান স্প্যানিশ এই কোচ।
তবে এনরিকের মূল আগ্রহ হ্যারি কেইনকে ঘিরে। ইংলিশ ফরওয়ার্ডকে টটেনহাম থেকে পিএসজিতে নিয়ে আসার জন্য এনরিকে নাকি মরিয়া হয়ে আছেন। কেইন ছাড়াও এনরিকে দুজন উইঙ্গার,একজন মিডফিল্ডার এবং একজন গোলরক্ষককে দলে আনতে চান। এনরিকের চাওয়ার তালিকায় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভাও আছেন।
এরই মধ্যে পিএসজি অবশ্য মার্কো আসেনসিও, উগো একিতিকে এবং ম্যানুয়েল উগার্তের মতো বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে। চলতি দলবদলে ফরাসি চ্যাম্পিয়নরা আর কাকে দলে টানে সেটিই দেখার অপেক্ষা।