মাদ্রিদের ৭ নম্বর জার্সি হাতে ভিনি জানালেন, ‘রোনালদো আমার আইডল’
রিয়াল মাদ্রিদের হয়ে ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়ে ক্রিশ্চিয়নো রোনালদো নিজেকে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা প্রমাণ করেছিলেন। রিয়াল মাদ্রিদের ইতিহাসে শুধু রোনালদোই নন রাউল গঞ্জালেস, রেমন্ড কোপা ও এমিলিয়ানো বুত্রাগুয়েনোর মতো কিংবদন্তিরাও ৭ নম্বর জার্সি পরেছেন। এবার সেই জার্সি গায়ে জড়াবেন ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার ভিনিয়াস জুনিয়র।
জার্সি পাওয়ার ঘোষণা অবশ্য এসেছিল অনেক আগেই। ভিনির জাতীয় দল সতীর্থ রদ্রিগোকেও আগামী মৌসুমে দেখা যাবে নতুন জার্সিতে। রিয়ালের আরেক বিখ্যাত ১১ নম্বর জার্সিতে দেখা যাবে রদ্রিগোকে।
পূর্বঘোষণা অনুযায়ী এরই মধ্যে প্রাক্–মৌসুমএবার নিজেদের নতুন জার্সি হাতে ছবি তুলেছেন তাঁরা। কথা বলেছেন জার্সির নম্বর নিয়ে নিজেদের আবেগের বিষয়েও। রোনালদোর ৭ নম্বর গায়ে জড়ানো নিজের উচ্ছ্বাস গোপন করেননি ভিনি, আর ১১ নম্বর জার্সি নিয়ে কথা বলতে গিয়ে রদ্রিগো স্মরণ করেছেন রিয়ালের কিংবদন্তি ফুটবলার পাকো হেন্তোকে।
আগের মৌসুমগুলোতে ২০ নম্বর জার্সি পরে খেলেছেন ভিনি। কিন্তু দারুণ নৈপুণ্য দেখিয়ে এবার তিনি আদায় করে নিয়েছেন ৭ নম্বর জার্সি। নতুন এই জার্সি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিনি বলেছেন, ‘এই জার্সি পরতে পেরে আমি কৃতজ্ঞ। এর আগে অনেক কিংবদন্তি খেলোয়াড় এটি পরেছে। এটা আমার কাছে বিশাল কিছু। এই সংখ্যা শৈশব থেকেই আমার খুব পছন্দের।’
অনেক কিংবদন্তি ৭ নম্বর জার্সি পরে খেললেও ভিনিসিয়ুসের এই জার্সি নিয়ে উৎসাহের অনেকটাজুড়েই মূলত রোনালদো। রিয়ালের হয়ে এই জার্সিতেই নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। ‘সিআর সেভেন’কে নিয়ে নিজের উচ্ছ্বাসটা ভিনিসিয়ুস ব্যাখ্যা করেন এভাবে, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদো দ্বারা অনুপ্রাণিত। কারণ, আমি তার সব খেলা দেখেছি। সে এই ক্লাবে একটি যুগকে চিহ্নিত করেছেন। সে আমার আদর্শ।’