আর্কাইভ থেকে জাতীয়

জাতীয় নির্বাচনের ভোট ডিসেম্বরের শেষে : প্রধান নির্বাচন কমিশনার

অক্টোবরের আগে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না। ভোট হবে ডিসেম্বরের শেষে। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে তা নিয়ে এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ‘অনুমাননির্ভর’ কথা বলায় বিভ্রান্তি দেখা দেয়। একইদিনে একাধিক গণমাধ্যমে একাধিক মাসে তফসিল ঘোষণা হতে পারে বলে উল্লেখ করেন সিইসি। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়।

এই অবস্থার মধ্যে তফসিল আসলেই কবে ঘোষণা হবে তা পরিষ্কার করলেন সিইসি।

যদিও সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে, তা হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন