রামেকে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৬০.৪৯
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে (রামেক) করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ২২৮ জন। যা শনাক্তের ৬০ দশমিক ৪৯ শতাংশ।
আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রামেকের আরটিপিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা ধরা পড়ে।
শামীম ইয়াজদানী আরও বলেন, মেডিকেল কলেজের ল্যাবে ৩৬৬ জনের মধ্যে রাজশাহীর ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
অন্যদিকে জয়পুরহাটের ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়ে। দুই আরটিপিসিআর ল্যাবের তথ্যমতে রাজশাহীর মোট ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তাসনিয়া রহমান