‘দল নির্বাচনে একা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না’
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এরপরই ক্রিকেটের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট বিশ্বকাপ। আসর দুটিকে সামনে রেখে কিছুদিনের মধ্য দল গঠন করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। আর এই দল নির্বাচনে গুরু দায়িত্ব থাকে বিসিবির নির্বাচকদের কাঁধে।
তবে বিসিবি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, নির্বাচকদের বাইরেও দল সংশ্লিষ্ট অনেকেই দল নির্বাচনে মতামত দেন। কোচ, অধিনায়ক কিংবা বোর্ড সভাপতি তাদের সবাই দল নির্বাচনে ভূমিকা রাখেন।
নান্নু জানান, 'এটা দলীয়ভাবে সব কিছু করা হয়, এটা একটা টিম গেইম। আমরা যারা আছি সবাই আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নেই। ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গেও আলাপ হয়। অধিনায়ক, কোচ এদের সবার সঙ্গেই আলোচনা হয়। দলীয়ভাবে আমরা কাজ করি। একা কোন সিদ্ধান্ত নেওয়া হয় না।'