পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুরআন গেট নির্মাণ বানাবে ইরান
ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরান মহানগরে কুরআন গেট নির্মাণ করা হবে। জানালেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের সিটি কাউন্সিলের প্রধান মেহদি চামরান।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিটি কাউন্সিল প্রধান বলেছেন তাদের অর্থায়নে রাজধানীর প্রবেশদ্বারগুলোর কোনো একটিতে বিশাল আকারের কুরআন গেট নির্মাণ করা হবে। সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার পর তিনি এই ঘোষণা দিলেন।
কুরআন অবমাননার প্রতিবাদে ইরান নানা পদক্ষেপ নিয়েছে। তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভও হয়েছে। সুইডেনের নয়া রাষ্ট্রদূতকে গ্রহণ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে তেহরান।
সম্প্রতি সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় দুই বার পবিত্র কুরআন অবমাননা করেছে। ওই ব্যক্তি সম্প্রতি পবিত্র ঈদুল আজহার দিন স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে একবার এবং ২০ জুলাই ইরাক দূতাবাসের সামনে আরেকবার কুরআন অবমাননার জঘন্য অপকর্ম ঘটায়। দুবারই সুইডেনের পুলিশ তাকে কঠোর নিরাপত্তা প্রদান করে।
এছাড়া, ডেনমার্কের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘দানস্কে প্যাট্রিওটার’ গেলো দু’সপ্তাহে তিনবার মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা করেছে। ইউরোপীয় দেশগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কুরআন অবমাননার বিরুদ্ধে ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।