সোহাগকাণ্ডের প্রতিবেদন জমা দিলো বাফুফের তদন্ত কমিটি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই সাথে মোট ৫১ পাতার রিপোর্ট দিয়েছিল সংস্থাটি।
সেই রিপোর্টের ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য বাফুফে একটি তদন্ত কমিটি গঠন করে। আজ রোববার (৩০ জুলাই) ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন বাফুফের নির্বাহী সভা ডেকে সেই প্রতিবেদন সবাইকে দেখাবেন। তারপর সবার মতামতে ভিত্তিতে সিদ্ধান্ত জানাবেন।
বাফুফে কতৃক গঠিত তদন্ত কমিটির দ্বাদশ ও শেষ সভা ছিল আজ। সভা শেষে উপস্থিত সাত জন তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জমা দেন৷
বাফুফে কতৃক গঠিত তদন্ত কমিটি শুরুতে ছিল ১০ জনের। তবে তদন্তের মাঝ পথে দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেন। আট সদস্য নিয়ে কমিটি কার্যক্রম হয়েছে।