বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে কলম্বিয়ার জয়
চলমান নারী ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ৬-০ গোলে জয় পাওয়া দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন জারমানি কলম্বিয়ার কাছে হেরে গেলো। 'এইচ' গ্রুপের ম্যাচে কলম্বিয়া বিপক্ষে ২-১ গোলে পরাজয় বরণ করে জার্মানিকে।
রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে হার এড়িয়েই মাঠ ছাড়তে পারতো জার্মানি। ৫২ মিনিটে চাইচেডোর গোলে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। এরপর নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন জার্মানির আলেক্সান্দ্রা পপ। কিন্তু শেষ রক্ষা হয়নি দুইবারের চ্যাম্পিয়নদের।
সমতায় থাকা ম্যাচের ইনজুরি সময়ের সপ্তম মিনিটে ভানেগাসের গোল করেন বসেন। ফলে পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে জার্মান মেয়েরা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে তাদের নিচে মরক্কো।