বিএনপির জনসমাবেশ আজ সোহরাওয়ার্দী উদ্যানে
রাজধানী ঢাকার নয়াপল্টন নয়, আজ সোমবার (৩১ জুলাই) বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ৩টায় শুরু হবে এ জনসমাবেশ। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রথমে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে জনসভাবেশ করার কথা জানানো হয়। পরে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।