আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অতিরিক্ত মদপানে মোস্তফা কামাল খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোস্তফা কামাল খান একই এলাকার মৃত দৌলত আহম্মেদ খানের ছেলে।

মোস্তফা কামালের স্বজনরা জানান, রোববার রাতে মোস্তাফা কামালের বাড়ির শোয়ার কক্ষে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে গিয়ে নিশ্চিত হন তিনি মারা গেছেন। এ সময় তার নিথর দেহের পাশে দুটি বিদেশি মদের বোতল ছিল।

খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে সে মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন