আর্কাইভ থেকে বলিউড

স্বামীর জন্মদিনে সোনামের আদুরে বার্তা

সোনাম কাপুরের নায়িকার ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়বে তার স্বামী আনন্দ অহুজা এবং ছেলে যুগের বেশ কিছু মিষ্টি ছবি। তার সঙ্গে নায়িকা ও তার স্বামীর বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও পোস্ট করেছেন নায়িকা। আনন্দের সঙ্গে বিয়ে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছেন নায়িকা।

৩০ জুলাই স্বামী আনন্দের জন্মদিন। বিশেষ দিনে তাকে আরও বেশি আদর, ভালবাসায় ভরিয়ে দিলেন এ অভিনেত্রী। এক বছরে জীবন অনেকটাই বদলেছে তাদের। গত বছর আনন্দের জন্মদিনের সময় সন্তানসম্ভবা ছিলেন সোনাম।

আবেগপ্রবণ সোনাম লেখেন, “আরও একটা বছর এসে গেল। আমরা তোমায় পৃথিবীতে সব থেকে বেশি ভালবাসি। তোমার মতো সংবেদনশীল ভাল মানুষ আর কাউকে দেখিনি। তোমার এই সাফল্যের নেপথ্যে যে পরিশ্রম রয়েছে, তা কারও জানা নেই। আরও সফল হও, এটাই চাই।”

সোনাম কাপুর, আনন্দ

স্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি আনন্দ। এমনিতেই দর্শকমহলে বেশ আলোচিত জুটি তারা। ছেলে হওয়ার পর থেকে অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন সোনাম।

সম্প্রতি উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী। সোনামের কাছে আমন্ত্রণ পৌঁছেছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনাকের বাসভবনে আয়োজন করা হয় ‘ইন্ডিয়া-ইউকে উইক’-এর অনুষ্ঠানের। সেখানেই ডাক পেয়েছিলেন সোনাম।

 

View this post on Instagram
 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

এ সম্পর্কিত আরও পড়ুন