নরসিংদীতে জামায়াতের ৬ নেতা আটক
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া এলাকা থেকে জামায়াতে ইসলামীর ছয় নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (৩০ জুলাই)বিকেলে শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নের ত্রিমোনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ১৫ টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।
আটককৃতরা হলেন, জয়নাল আবেদীন (৬২), মো: আব্দুল মান্নান(৬৩), কাজী নুর মোহাম্মদ(৪৪), মো: জসীম উদ্দীন ভুইয়া(৫২), মো: ফেরদৌস আহমেদ(৪২) এবং মো: নাজির উদ্দিন ভুইয়া(৪৮)।
এর আগে,শুক্রবার (২৯ জুলাই) রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াতের রোকন ও এক নারী কর্মীসহ ৪ জনকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ টি বিভিন্ন ধরনের বই এবং সদস্যদের নিকট হতে ৩১টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে বলে জানায় পুলিশ।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করতে ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে রোববার বিকেলে শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নের চৌমোনী এলাকায় তারা জমায়েত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছে থেকে ১৫ টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
নরসিংদী জেলা জামায়াত ইসলামীর আমীর মুসলেহ উদ্দিন বলেন, "নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে সেখান থেকে ছয় নেতা-কর্মীকে আটক করে তাদের নামে মিথ্যা বোমা উদ্ধারের নাটক সাজিয়েছে প্রশাসন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তিসহ নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি"।