ঝড় তুলেও থেমে গেলেন সাকিব
বিশ্বজুড়ে ক্রিকেটের মঞ্চে ঝলক দেখাচ্ছেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে এখন শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। সেখা তাঁর দল গল টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামেন সাকিব।
সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ডাম্বুলা অরার মুখোমুখিতে টস হেরে প্রথমে ব্যাট যায় সাকিবদের গল। দলটির হয়ে চার নম্বরে ব্যাট করতে আসেন সাকিব। ক্রিজে এসেই ঝড় তুলতে শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২ ছক্কা আর এক চারে ১৪ বলে ২৩ রান বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
সাকিব বিদায় নিলেও ক্রিজে থাকা দলটির অধিনায়ক দাসুন শানাকা দারুণ ফিনিশিং দিয়েছেন। তাঁর অপরাজিত ২১ বলে ৪২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে গল।
১৮১ রানের লক্ষ্যে এখন ব্যাট করবে ডাম্বুলা অরা।