আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএসএমএমইউতে লাগা আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিএসএমএমইউর ডি ব্লকের ১৪ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় সোয়া ৬টার দিকে বিএসএমএমইউর ডি ব্লকের ১৪ তলার বৈদ্যুতিক তারে আগুন লাগার খবর পাই আমরা। সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠাই। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।’

শাহজাহান শিকদার বলেন, এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। নিরাপদে আছেন রোগীরা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন