আর্কাইভ থেকে বাংলাদেশ

জার্মানিতে বিশ্ববিদ্যালয়ের লেকচার হলে গোলাগুলি, হামলাকারী নিহত

জার্মানির হাইডেলবার্গে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার হলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ও বন্দুকধারী হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীর কাছে একটি ‘লম্বা বন্দুক’ ছিল। এ ঘটনার পর শহরের নিউহেইমার ফেল্ড এলাকায় তৎপরতা শুরু করেছে পুলিশ। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।

জার্মানির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হাইডেলবার্গ শহরটিকে বিশ্ববিদ্যালয়ের শহর বলা হয়।

উদ্ধারকারী ও জরুরি সেবা সরবরাহের কাজে নিয়োজিত কর্মীদের অবাধ চলাচল নিশ্চিতে স্থানীয় পুলিশ জনসাধারণকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পুলিশের এক মুখপাত্র সিএনএনকে জানান, হামলাকারী একজন যুবক এবং সে মারা গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

ওই মুখপাত্র আরও বলেন, এখনও কী কারণে ওই যুবক এ কাণ্ড ঘটালো তা নিশ্চিত হওয়া যায়নি। ঠিক কতজন আহত হয়েছেন সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন