বঙ্গবন্ধুর খুনিরা যুক্তরাষ্ট্র-কানাডায় ঘুরে বেড়াচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আছে বঙ্গবন্ধুর দুই খুনি। বারবার বলার পরও তারা খুনিদের ফেরত দেয় না। তারা আবার মানবতার কথা বলে। তাদের দেশে তাদের প্রোটেকশনে খুনিরা ঘুরে বেড়াচ্ছ। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমীতে শোকাবহ আগস্ট উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা কোনো না কোনো বাহানা করে নুর চৌধুরীকে ফেরত দেয় না। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে আইনের শাসন আছে, তারা খুনিদের আশ্রয় দেয়। এটা দুঃখজনক।