আর্কাইভ থেকে ক্রিকেট

সময় গেলে সাধন হবে না!

শিরোনামটা পড়ে অবাক হওয়ার মতোই! প্রবাদটি এবার অন্তত বাংলাদেশ দলের সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের বেলায় বেশ প্রযোজ্য। কারণ বিশ্বে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগে দারুণ বোলিং করেছেন রফিক। বলা যায় রীতিমত বল হাতে জ্বলে উঠেছেন তিনি। টাইগারদের সাবেক এই স্পিনার ৪ ওভারে ৩২ রান খরচায় শিকার করেছেন দুই উইকেট। যাতে ভর করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তার দল এশিয়া লায়ন্স।

আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডসে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৩ রান তোলে এশিয়া লায়ন্স। দলটির হয়ে উপুল থারাঙ্গা ৭২ ও আফগানিস্তানের আসগর আফগান খেলেন ৬৯ রানের ইনিংস। জবাবে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি ইন্ডিয়া মহারাজাস। 

ফলে ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে এশিয়া। ইন্ডিয়া মহারাজাসের হয়ে সর্বোচ্চ ৩৫ করেন ওয়াসিম জাফর। এই জাফরকেই ফেরান মোহাম্মদ রফিক। এছাড়া আউট করেছেন স্টুয়ার্ট বিনিকেও। রফিকের মতো দুটি করে উইকেট শিকার করেন নুয়ান কুলসাকেরা ও আসর। শোয়েব আখতার দুই ওভার বল করে ১১ রান খরচায় উইকেট পান একটি।

এই নিয়ে আসরে টানা দ্বিতীয় জয় পেল এশিয়া লায়ন্স। প্রথম ম্যাচে দলটি ৬ উইকেটে হারিয়েছিল ওয়ার্ল্ড জায়ান্টকে। আর তিন ম্যাচ খেলে এটা দ্বিতীয় হার ইন্ডিয়া মহারাজাসের। ওয়ার্ল্ড জায়ান্টের বিপক্ষে শেষ ম্যাচে জয় না পেলে ফাইনাল খেলা হবে না দলটির।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন