আর্কাইভ থেকে বাংলাদেশ

বেনজেমার বাড়িতে ডাকাতি!

সময়টা ভালো যাচ্ছে না কারিম বেনজেমার। গত রোববার রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথমবারের মতো মিস করেছেন পেনাল্টি। সেই ম্যাচেই চোটে পড়ে অনিশ্চিত কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তিনি। এর মাঝেই নতুন খবর চাওড় হয়েছে, ম্যাচ চলাকালীন রিয়াল তারকার বাড়িতে ঘটেছে ডাকাতির ঘটনা!
 
ঘটনার একদিন পরে স্থানীয় পুলিশ এই ঘটনা নিশ্চিত করেছে। তারা জানায়, 'রোববার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ৭টার মধ্যে মাদ্রিদের শহরতলি সান সেবাস্তিয়ান দে লস রেয়েসে খালি বাড়িতে ঘটনাটি ঘটেছে, বেনজেমা ও তার পরিবার ম্যাচ শেষে ফেরার আগে।'
 
বছর দুয়েক আগেও একবার বেনজেমার বাড়িতে ডাকাতি হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, সে বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ চলাকালীন ওই ডাকাতির ঘটনার সঙ্গে এবারেরটা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 
 
ইউরোপিয়ান ফুটবলারদের বাড়িতে ডাকাতদের উপদ্রব নতুন কোন খবর নয়। গত ডিসেম্বরেই ম্যান সিটি ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো এবং বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি ডাকাতদের দ্বারা লাঞ্চিত হয়েছেন। এছাড়া জেরার্ড পিকে ও আনসু ফাতিও বার্সেলোনার হয়ে খেলার সময় ডাকাতির শিকার হয়েছেন। 
 
হাসিব মোহাম্মদ
 

এ সম্পর্কিত আরও পড়ুন