ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬
ক্যামেরুনে চলমান আফ্রিকা কাপ অফ নেশন্সের খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে ৬ জন, আহত ৪০ জনেরও বেশি। সংখ্যাটি নিশ্চিত করেছে বিবিসি।
সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে পল বিয়া স্টেডিয়ামে স্বাগতিক ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ ছিলো। পল বিয়া স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৬০ হাজার হলেও করোনা মহামারির কারণে ৮০ শতাংশ অর্থাৎ ৪৮ হাজার দর্শকের মাঠে ঢোকার অনুমতি ছিলো।
কিন্তু ধারণা করা হচ্ছে প্রায় একই সময়ে ৫০ হাজারের বেশি মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে বিশৃঙ্খলা তৈরি হয়। এমন পরিস্থিতিতে দর্শকদের চাপ বেড়ে যাওয়ায় পদদলিত হয়ে মৃত্যুবরণ করে ৬ জন। আফ্রিকান ফুটবল কনফেডারেশন এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
হাসিব মোহাম্মদ