বিপিএলে আজ ঢাকার প্রতিপক্ষ সিলেট
বিপিএলের অষ্টম আসরে তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহকে নিয়ে অভিজ্ঞ দল গড়েছে মিনিস্টার ঢাকা। তাদের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে তরুণ নেতৃত্বাধীন মোসাদ্দেকের সিলেট সানরাইজার্স। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
তারকাবহুল কিংবা অভিজ্ঞতা সব দিক দিয়ে এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মিনিস্টার ঢাকা। তার ওপর বিপিএলে বিগত আসরগুলোর সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আছেন দলটির স্কোয়াডে। আর দেশসেরা ওপেনার তামিম ইকবাল তো আছেনই। আন্দ্রে রাসেল, মোহাম্মদ শাহজাদের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা এবার ঢাকার ট্রাম্পকার্ড।
এতকিছুর পরেও আসর মাতাতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদরা। অষ্টম আসর শুরুর প্রথম দুই ম্যাচে তারা মুশফিকের খুলনা টাইগার্স ও তারুণ্য নির্ভর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারে। অবশ্য শেষ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিলে দুটি পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।
এদিকে সিলেট সানরাইজার্স আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সে ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানের গুটিয়ে যায় মোসাদ্দেকের দল। ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বোলাররা অবশ্য কিছুটা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। ২ উইকেটের জয় পায় ভিক্টোরিয়ান্স। আজ ঢাকার বিপক্ষে জয় পেতে হলে সিলেটের বোলার-ব্যাটার দুই পক্ষকেই জ্বলে উঠতে হবে। ম্যাচে মোসাদ্দেকের ভরসা কলিন ইনগ্রাম, লেন্ডল সিমন্স, রবি বোপারার সঙ্গে তাসকিন আহমেদ, আল আমিন ও কেসরিক উইলিয়ামস।
৩ ম্যাচে মাত্র এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে তারকাবহুল ঢাকা। দ্বিতীয় পর্বের লড়াইয়ে থাকতে হলে সিলেটের বিপক্ষে জয় তুলে নিতে হবে তামিমদের। অন্যদিকে একমাত্র ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা সিলেট পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। লড়াইয়ে টিকে থাকতে হলে তাদেরও জয়ের বিকল্প নেই।
হাসিব মোহাম্মদ