বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি, উঠবে পদ্মা সেতুতে
দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। প্রতিটি বিশ্বকাপ শুরু আগেই বিশ্বকাপের ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষেও এখন বিশ্বকাপের ট্রফি আছে বিশ্বভ্রমণে। বর্তমানে পাকিস্তানে থাকা বিশ্বকাপ ট্রফি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে ৭ আগস্ট।
বাংলাদেশ বিশ্বকাপ ট্রফি তিনদিন অবস্থান করবে। ৭ থেকে ৯ আগস্ট এই তিন দিন বিশ্বকাপের ট্রফি থাকবে ঢাকায়। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে। এদিকে বাংলাদেশে কোথায় কোথায় ঘুরবে বিশ্বকাপ ট্রফি সেই সূচিও চূড়ান্ত।
জানা গেছে এবার পদ্মা সেতুতে যাবে বিশ্বকাপের ট্রফি। সেখানেই ফটোসেশন হতে পারে। তবে শুধু ফটোসেশনে জন্য ট্রফি যাবে পদ্মা সেতুতে। সাধারণ দর্শক বিবেচনায় ঢাকার বড় কোনো শপিং মলে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করবে বিসিবি।
আর হোম অব ক্রিকেট গ্রাউন্ড শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ট্রফির সঙ্গে ফটোসেশন হবে।
এর আগে, গত জুনে ট্রফিটি পৃথিবী হতে এক লাখ ২০ হাজার ফুট ওপরে থেকে দর্শনীয় শৈলীতে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করেছে। এরপর ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ট্রফি ট্যুর চলে ভারতের বিভিন্ন শহরে।
তবে বাংলাদেশ থেকেই এই ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হচ্ছে না। প্রতিটি দেশেই দুদিন করে অবস্থান করবে বিশ্বমঞ্চের এই রাজমুকুট।