আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রধানমন্ত্রীর জনসভায় পানি বিতরণ করবে জাতীয় পার্টি

রংপুর জিলা স্কুল মাঠে আসন্ন বুধবার (২ আগস্ট) বিভাগীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজকদের দাবি, ওই জনসভা হবে জনসমুদ্র, যেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। এখন চলছে শেষ মুহূর্তে মাঠ, মঞ্চ সাজানোর কাজ। তবে তীব্র তাপদাহের কারণে সমাবেশে আসা নেতাকর্মীদের পিপাসা মেটাতে পানির বোতল হাতে মাঠে থাকবে জাতীয় পার্টি। জনসভা আওয়ামী লীগের হলেও মাঠে আসা নেতাকর্মীদের পিপাসা মেটাতে মাঠে থাকবে দলটি।

এছাড়া রংপুর মহানগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা-যাওয়া নির্বিঘ্ন করতে চান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রংপুরের পীরগঞ্জের লালদীঘির পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন রংপুরে। বধূবরণে আয়োজনের বিন্দুমাত্র কমতি নেই কোথাও। উজ্জ্বীবিত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাসের ঢেউ বইছে। জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বলেন, দলমত নির্বিশেষে সমাবেশে আসা নেতাকর্মীদের পিপাসা মেটাতে আমরা রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় আড়াই লাখ বোতল পানির ব্যবস্থা করেছি। যাতে তীব্র রোদে কিছুটা হলেও মানুষ পিপাসা মিটিয়ে শান্তি পায়। এছাড়াও সিটি করপোরেশনের অর্থায়নে আমরা জনসভায় আইনশৃঙখলা পরিস্থিতি মোকাবিলায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছি। যেটা দেখভাল করবে মহানগর পুলিশ।

জনসভা সফল করতে সবধরনের সহযোগিতার কথাও জানিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর রংপুর আসছেন। আমরা দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য উদ্গ্রীব হয়ে আছি। জনসভাকে সফল করার জন্য আমাদের দলের পক্ষ থেকে যতটুকু সাধ্য দলকে অর্গানাইজড করে আমরা জনসভায় যাব। সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি।

এছাড়াও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ফেস্টুন, ব্যানার, তোরণ আর বিলবোর্ড সাটিয়েছেন জাপার এই নেতা।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন