এমবাপ্পের লিভারপুলে আসার খবর শুনে হাসাহাসি করেছেন ক্লপ
কিলিয়ান এমবাপ্পের দলবদলের খবরে প্রতিনিয়ত ভাসে নতুন নতুন খবর। কিছুদিন আগে গণমাধ্যমে খবর ছিল ফরাসি তারকাকে এক বছরের জন্য নিতে চায় লিভারপুল। তবে এমন খবর শোনার পর বিষয়টি নিয়ে নাকি হাসাহাসি করেছেন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ।
প্রাক মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলতে এখন সিঙ্গাপুরে অবস্থান করছে লিভারপুল। সেখানেই এমবাপ্পেকে ধারে নেওয়ার খবরটি কানে আসে এই জার্মান কোচের। এই খবর শোনার পর স্কাই জার্মানিকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্লপ।
ক্লপ জানান, 'এমবাপ্পের লিভারপুলে আসার খবরে আমরা সবাই হেসেছি। এমবাপ্পের সঙ্গে চুক্তি করাই লিভারপুলের পক্ষে সম্ভব নয়। কারণ আর্থিক দিকটা অনেক বড় একটা ব্যাপার। যা আমাদের সঙ্গে মানানসই নয়।'
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আগামীকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। এর আগের প্রস্তুতি ম্যাচে স্বদেশী ক্লাব লেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে অলরেডসরা।