আর্কাইভ থেকে ফুটবল

ইন্টার মিলানের কাছেও হারলো পিএসজি

পিএসজির দায়িত্ব নিয়ে লুইস এনরিকে একের পর এক ম্যাচ হতাশ করেই চলেছেন সমর্থকদের। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে আল নাসরের সাথে গোলশূন্য ড্র এবং সেরেজো ওসাকার বিপক্ষে ৩-২ হারের পর ইন্টার মিলানে কাছেও হারলো প্যারিসের ক্লাবটি।

মঙ্গলবার (১ আগস্ট) প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

জাপান ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য থাকা দুই দলই। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে এগিয়ে যায় পিএসজি। তবে এই লিডে জয় এনে দিতে পারেনি এনরিকের দল।

গোল খাওয়ার পর আক্রমণে ধার বাড়ায় ইতালির জায়ান্ট ইন্টার মিলান। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় তুলে নেয় গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দলটি। ৮১ মিনিটে সেবাস্তিয়ানো ইস্পোজিতো ও ৮৩ মিনিটে স্টেফানো সেনসি গোল করে দলকে জয় এনে দেন।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন