লবিস্ট নিয়োগ করেনি বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি যা করে, তা দেশ ও গণতন্ত্রের স্বার্থ রক্ষায় করে। বিএনপি বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভুল কথা বলছেন। জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের ক্ষতি করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে এ কথা অসত্য।
তাসনিয়া রহমান