১০ বছর আগে মৃত শিক্ষিকার নামে ৭ কোটি টাকা কর ফাঁকির নোটিশ
এক শিক্ষিকাকে সাত কোটি টাকার আয়কর নোটিশ পাঠাল আয়কর দপ্তর। ভারতের মধ্যপ্রদেশের ওই শিক্ষিকা ২০১৩ সালে মারা গিয়েছেন। তার পর পেরিয়ে গিয়েছে ১০টা বছর। এই সময় আয়কর দপ্তরের সাত কোটির নোটিশ পেয়ে হতবাক তার পরিবারের সদস্যেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই শিক্ষিকার নাম উষা সোনি। ২০১৩ সালের ১৬ নভেম্বর তিনি মারা যান। অথচ আয়কর দপ্তরের তরফে ২০১৭-১৮ অর্থবর্ষে কর ফাঁকির জন্য উষার নামে সাত কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে বলে তার পুত্র পবন সোনি জানিয়েছেন।
নোটিশ হাতে পাওয়ার পরেই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পবন। তার অভিযোগ, কেউ বা কারা উষার প্যান কার্ড অপব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছে।
সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের বেতুল জেলায় কমপক্ষে ৪৪ জনের কাছে ১ কোটি থেকে ১০ কোটি টাকা কর ফাঁকির নোটিশ পাঠানো হয়েছে। নিতিন জৈন নামে এক লোহা বিক্রেতাকে পাঠানো হয়েছে ১.২৬ কোটি টাকার নোটিশ। নিতিনের অভিযোগ, তার প্যান কার্ড ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লেনদেন করা হয়েছে। আর সেই জন্যই তার নামে কর ফাঁকির নোটিস পাঠানো হয়েছে।
বেতুলের এসপি সিদ্ধার্থ চৌধরি জানিয়েছেন, প্রাথমিক ভাবে প্যান কার্ড সংক্রান্ত জালিয়াতির কারণে এই সব ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এসপি।