আর্কাইভ থেকে ক্রিকেট

ডেঙ্গু নিয়ন্ত্রণে কমিটি গঠন করল বিসিবি

দেশজুড়ে ব্যাপক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলের পেসার হাসান মাহমুদ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

তাই ডেঙ্গু ভাইরাসের বাহক বাহক এডিস মশা প্রতিরোধে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। যার নাম দেওয়া হয়েছে ‘বিসিবি ডেঙ্গু কমিটি’।

বুধবার এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ।সামনে বড় দুটি টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপ থাকায় ডেঙ্গুর বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছে বিসিবি। যাতে কোনো কর্মকর্তা বা ক্রিকেটার আক্রান্ত না হন এই রোগে।

এই কমিটিতে বিসিবির মেডিকেল টিমও আছে। কমিটির মূল পরিচালনা ভার দেওয়া হয়েছে বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগকে। ডেঙ্গু নিয়ে আগে থেকে সতর্ক থাকতে মাঠ, একাডেমি, বিসিবি চত্বর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন