তারে জড়িয়ে ২ বিদ্যুৎকর্মী নিহত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামপুরা মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, মরিবুনিয়া বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান (৪৫) ও লাইনম্যান মনির হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান, বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় ওই বাড়িতে কাজে যাওয়ার পথে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।