আর্কাইভ থেকে বাংলাদেশ

মমেকে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯

ময়মনসিংহ মেডিকেলে (মমেক) প্রতিদিনই করোনাভাইরাসে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও পাঁচজন। শনাক্ত হয়েছেন ১৯৯ জন।

আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন,  ময়মনসিংহের ত্রিশালের সবেদ আলী (৮০), তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের মন্নাস আলী (৬০), ধানবাড়ি উপজেলার আরিফ (২২) এবং কিশোরগঞ্জের শোভা (১৮)।

ডা. মহিউদ্দিন খান  জানান,  ইউনিটটিতে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪৪ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, হাসপাতালের পিসিআর ল্যাব ও  অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন