নাশকতা মামলায় আদালতে হাজিরা দিলেন ফখরুল-রিজভী
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা দুইটি মামলায় মহানগর হাকিম আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন তারা। এ সময় আইনজীবীর চেম্বারে অবস্থান করেন বিএনপির এ দুই নেতা। সকাল ১০টায় কার্যক্রম শুরু হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেন। একই মামলায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন, নিপুন রায় চৌধুরীও আদালতে হাজিরা দিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা জানিয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বরে করা নাশকতার মামলা দুইটি তদন্তাধীন।
সকাল১০টায় হাজিরা দিয়ে পৌনে ১১টায় আদালত চত্বর থেকে বেরিয়ে যান মির্জা ফখরুলসহ অন্য নেতারা।