আর্কাইভ থেকে বিনোদন

প্রেমিকা সাবার সঙ্গে বিশেষ মুহূর্তে হৃতিক!

হাতে হাত রেখে মাঝে মাঝেই আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হন হৃতিক রোশন এবং সাবা আজাদ। এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা। একে অপরের প্রেমে মজে আছেন এই জুটি। যা আরও স্পষ্ট তাদের ইনস্টাগ্রাম পোস্টে।

কিছু দিন আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক আড়ালেই রাখার চেষ্টা করতেন। তবে এখন আর রাখঢাক নেই। সম্প্রতি বিদেশে ছুটি কাটাচ্ছেন তারা। বিদেশে যুগলের ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই ফ্রেমবন্দি হয়। আর্জেন্টিনার রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন, কখনও আবার কফি খেতে যাচ্ছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন হৃতিক। যেখানে দেখা যাচ্ছে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে নায়ক। মাথায় টুপি। পরনে লম্বা কোট। পাশে বসে সাবা। খোলা লম্বা কোকঁড়ানো চুল। সঙ্গে মানানসই কালো বড় সোয়েটার। দু’জনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এমনই একটি ছবি পোস্ট করে হৃতিক লেখেন, “উইন্টার গার্ল”।

 

View this post on Instagram
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

গেলো বছর ফেব্রুয়ারি মাসে প্রথম হৃতিক এবং সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তার পর থেকেই তুঙ্গে তাদের প্রেম নিয়ে চর্চা। রোশন পরিবারের সঙ্গে ইতিমধ্যেই সময়ও কাটিয়েছেন সাবা।

জানা গেছে, খুব শীঘ্রই নাকি সাবার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন হৃতিক। ২০০০ সালে সুজান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হৃতিক রোশন। দুই ছেলে হৃহান ও হৃদানের মা-বাবা তারা। ২০১৪ সালে সুজানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। বিচ্ছেদের পরেও সুসম্পর্ক রেখেছেন দু’জন। একে অপরের বর্তমান প্রেম জীবন নিয়েও যথেষ্ট উৎসাহী হৃতিক ও সুজান।

এ সম্পর্কিত আরও পড়ুন