বিসিবি সভাপতির বাসায় তামিম
দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন, তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা। গত দু’দিন এ নিয়ে গুঞ্জন থাকলেও আজ সত্যি সত্যি বৈঠকে বসেছেন তারা। তবে তামিম ও পাপনের ওই বৈঠক হয়েছে কঠোর গোপনীয়তার সঙ্গে। সারাদিনে মিডিয়াকর্মীরা এই বিষয়ে কিছু জানতে পারেননি।
বিকেলের দিকে ঘোষণা আসে, বিসিবি সভাপতির গুলশানের বাসায় সংবাদ সম্মেলন হবে, সেটি রাত ৮টায়। এই সংবাদ সম্মেলনেই বিস্তারিত সবকিছু জানা যাবে বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে সংবাদ সম্মেলনে অংশ নিতে পাপনের বাসায় গেছেন তামিম। তবে এখনও সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।
এএম/