আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হেলস
৩৪ বছর বয়সী ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার ছিলেন হেলস। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল ইংল্যান্ডের হয়ে তাঁর সর্বশেষ ম্যাচ।
টি-টোয়েন্টি ক্রিকেট তার প্রথম পছন্দ হয়ে উঠলেও তার ভাবনা ছিল শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তাই বিশ্বকাপের পর ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি খেলেননি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হওয়ায় এখন পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারে পরিণত হবেন ডানহাতি এই ওপেনার, ‘আমার উত্থান–পতনের এ যাত্রায় আমি আমার বন্ধু ও পরিবারের অনেক সমর্থন পেয়েছি। ইংল্যান্ডের সমর্থকদের কথা বলব, তাঁরা অবশ্যই বিশ্বের সেরা সমর্থকগোষ্ঠী। আমি নটিংহামশায়ার ও বিশ্বের বিভিন্ন জায়গায় আরও বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেষ্টা করব।’
ইংল্যান্ডের হয়ে তিনি ৭০টি ওয়ানডে খেলে করেছেন ২৪১৯ রান। আছে ৬ সেঞ্চুরি ও ১৪টি ফিফটি। ৩৭.৭৯ গড় ও ৯৫.৭২ স্ট্রাইক রেট ছিল হেলসের। আর ১১টি টেস্ট খেলে ৫টি ফিফটিতে ইংল্যান্ডের হয়ে করেছেন ৫৭৩ রান। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন, ৩০.৯৫ গড় ও ১৩৮.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ২০৭৪ রান। ১টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি ছিল ডানহাতি এই ওপেনারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে।