সাকিবকে পাত্তাই দিলো না হৃদয়
লঙ্কা প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচে ঝলক দেখিয়ে চলেছেন তাওহিদ হৃদয়ের। পাত্তাই দিচ্ছেন না কোনো বোলারকে। এমনকি স্বদেশী সাকিব আল হাসানকেও নয়। বিশ্বসেরা অলরাউন্ডারের মুখোমুখি হয়ে তুলে নিয়েছেন ১৮ রান।
সেই সাথে সাকিবের দল গল টাইটান্সকে উড়িয়ে দিয়েছে হৃদয়ের জাফনা কিংস। হৃদয়ের ২৩ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসে জাফনা জিতেছে ৮ উইকেট আর ৪৪ বল বাকি থাকতে।
শুক্রবার টসে জিতে প্রথম ব্যাট করা গল টাইটান্স তুলেছিল মাত্র ১১৭ রান। সাকিব অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, করেছেন ৯ বলে ৬ রান। তবে ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করা জাফনাকে প্রথম ধাক্কাটা দেন সাকিব। চারিত আসালাঙ্কাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়ে দেন তিনি।
এরপরই ক্রিজে আসেন হৃদয়। রহমানউল্লাহ গুরবাজের সাথে জুটি বেধে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে গুরবাজ সাকিবের শিকার হলেও শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন হৃদয়। আর ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে সাকিব সংগ্রহ করে ২ উইকেট।