আর্কাইভ থেকে বিএনপি

প্রশাসন দিয়ে সরকার নির্বাচনী বৈতরণী পার হতে চায় : মির্জা ফখরুল

এবারও সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। সে উদ্দেশ্যেই ডিসি-এসপি বদলি এবং তাদের পদোন্নতি দেয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এবার অবশ্যই মানুষের ভোট দিতে হবে। সেজন্য সরকারের পতন ঘটাতেই হবে। এই যুদ্ধ বিএনপির নয় সকল মানুষের।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বন্যার পানির মতো মানুষ আসবে। জোয়ারের পানির মতো জনগণের উত্তাল তরঙ্গের ঢেউ সরকারকে পদত্যাগে বাধ্য করবে।

তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা পরপর দুইটি নির্বাচন করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এবার আর সেই সুযোগ দেয়া হবে না। এবার অবশ্যই জনগণের ভোটে নির্বাচন দিতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন