চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এর দাবিতে অভিনব প্রতিবাদ
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ "৩০ এর কারাগার থেকে ৩৫ এর মুক্তি চাই" শীর্ষক প্রতীকী কারাগার স্থাপন করে প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ শনিবার (৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
সংগঠনের আহ্বায়ক মোঃ শরিফুল হাসান শুভ বলেন, কোভিড-১৯ মহামারির সময় প্রায় সব প্রকার চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি/পরীক্ষা বন্ধ ছিল। পৃথিবীর অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি। এরপরও তারা করোনা মহামারির কারণে চাকুরিতে আবেদনের বয়সসীমা আরও দুই থেকে তিন বছর পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশের জাতীয় যুব নীতিতে ১৮-৩৫ বছর বয়সীদের যুবক বলা হলেও ৩০ বছর হলেই তাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না।
বয়সসীমাি ৩৫ করার দাবিতে তারা প্রতীকী কারাঘার স্থাপন করেন। সভা শেষে প্রতীকী কারাগার ভেঙ্গে অভিনব প্রতিবাদ করেন তারা।