হিজাব পরায় বিদ্যালয়ে ঢুকতে না দেয়ার অভিযোগ
ভারতের কর্ণাটকের হিজাব বিতর্কের ছায়া এবার ত্রিপুরায়। রাজ্যের বিশালগড়ের একটি বিদ্যালয়ে হিজাব পরায় ছাত্রীদের ঢুকতে না দেয়ার অভিযোগ। ছাত্রীদের পাশে দাঁড়ানোয় অন্য পড়ুয়াদের মারধরেরও অভিযোগ উঠছে।
ত্রিপুরায় বিশালগড়ের ঐতিহ্যবাহী পুরনো স্কুল কড়ইমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী হিজাব পরেই স্কুলে যায়। কিন্তু দিন কয়েক আগে এই স্কুলে বিশ্ব হিন্দু পরিষদ রীতিমতো লিখিতভাবে ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞা জারির দাবি জানায়।
সেই আবেদনের প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবে এ নিয়ে কোনও নির্দেশিকা জারি না করলেও অঘোষিতভাবে শিক্ষার্থীদের হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ। ছাত্রীদের মৌখিকভাবে হিজাব না পরে আসতে বলে স্কুল কর্তৃপক্ষ। এর মধ্যে হঠাৎ করেই শুক্রবার হিজাব পরে আসা ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দেয় কিছু বহিরাগত যুবক। অভিযোগ, তারা বিশ্ব হিন্দু পরিষদের কর্মী। ওই বহিরাগতরা হিজাব পরা ছাত্রীদের বাধা দিলে স্কুলেরই কয়েকজন ছাত্র তাদের পাশে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করে। তাদের মধ্যে এক ছাত্রকে শারীরিকভাবে নিগ্রহ করারও অভিযোগ রয়েছে বহিরাগতদের বিরুদ্ধে। যার জেরে স্কুল চত্ত্বর রীতিমতো উত্তপ্ত হয়ে যায়।
স্কুলের ছাত্রছাত্রী-সহ অভিভাবকরা স্কুলের সামনেই রাস্তা অবরোধ করেন। প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে হিজাবে সরকারিভাবে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। শিক্ষা দপ্তরও এ বিষয়ে স্কুলগুলিকে কোনও নির্দেশ প্রদান করেনি। তাহলে কীসের ভিত্তিতে হিজাব পরিহিত শিক্ষার্থীদের বাধা দেয়া হল। স্কুলের প্রধান শিক্ষকও এ বিষয়ে স্পষ্ট কোনও জবাব দিতে পারেননি।