নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাপান
ফিফা নারী বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে নরওয়ের বিপক্ষে দাপুটে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো এশিয়ার দেশ জাপান। নরওয়ের মেয়েদের ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে জাপানিজ মেয়েরা।
শনিবার ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে খেলার ১৫ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় জাপান। তবে এর ৫ মিনিট পরেই সমতায় ফেরে নরওয়ে। সমতায় থেকেই শেষ হয় প্রথমার্ধ।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যায় জাপান। ৫০ তম মিনিটে দলকে লিড এনে দেন রিসা শিমিজু।
পিছিয়ে পড়া নরওয়ে ম্যাচে ফেরা চেষ্টা করলেও ব্যর্থ হয়। উলটো ৮১ মিনিটে আবার এগিয়ে যায় জাপান। হিনাতা মিয়াজাওয়ার গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে জাপান।