আর্কাইভ থেকে দেশজুড়ে

শেখ কামালের জন্মদিন উপলক্ষে যমুনায় সাঁতার প্রতিযোগিতা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনটি স্মরণীয় করে রাখার জন্য সিরাজগঞ্জ থেকে চৌহালী পর্যন্ত ৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

আজ শনিবার ( ৫ আগষ্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্ট থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল,বগুড়া, পাবনা সহ  বিভিন্ন জেলার মোট ১৭ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এমন বিশেষ দিনে  মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ তৈরি করতেই এমন প্রতিযোগিতার আয়োজন। সারাদেশ থেকে নামকরা মোট ১৭ জন সাঁতারু রেজিস্ট্রেশন করলেও অংশ নিয়েছেন মোট ১৬ জন।

এদিকে সাতার প্রতিযোগিতায় প্রথম প্রথম স্থান অধিকার করেছেন, বগুড়ার ছেলে রাব্বি,দ্বিতীয় স্থান অধিকার করেছেন একই জেলার মেয়ে সোহাগী এবং তৃতীয় স্থানে টাঙ্গাইল জেলার বদর আলী। বিজয়ীদের ফুল দিয়ে বরণ করেন ইউএনও মাহবুব হাসান ও সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ সাইফুল ইসলাম।

ইউএনও মাহবুব হাসান বলেন, প্রতিবছর দেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সবাইকে সাঁতার শেখার জন্য আগ্রহী করতে সারাদেশেই কাজ করছেন তারা।

এদিকে সাঁতার প্রতিযোগিতায় দেখতে যমুনা নদী পাড়ে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন