কালিয়াকৈরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
গাজীপুরের কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমতউল্লাহ, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো.কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কমকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে দারিদ্র ও দুস্থদের মাঝে বিভিন্ন ফলজাত গাছের চারা ও অনুদানের চেক বিতরণ করা হয়।